X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে করোনা টিকা শেষ হওয়ায় বন্ধ চতুর্থ ডোজের কার্যক্রম

রাজশাহী প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১১:৪৪আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১:৪৪

রাজশাহীতে টিকা শেষ হওয়ায় বন্ধ হয়েছে চতুর্থ ডোজের টিকা প্রদান কার্যক্রম। গত ২২ ফেব্রুয়ারি চতুর্থ ডোজের টিকা শেষ হয়ে যাওয়ায় তখন থেকেই কার্যক্রমও বন্ধ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকার চাহিদা পাঠানো হলেও তা আসতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে টিকা শেষ ও কার্যক্রম বন্ধের বিষয়টি জানেন না অনেকেই। এতে মোবাইল ফোনে বার্তা পেয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরে হয়রানির শিকার হয়েছেন অনেকে। 

কেন্দ্রে করোনা টিকা নিতে এসেছেন পাপিয়া সুলতানা। তিনি জানান, গত রবিবার সারাদিন তিনি তিনটি কেন্দ্র ঘুরেছেন চতুর্থ ডোজের টিকার জন্য। কোথাও কেউ তথ্য দিতে পারে না। শুধু বলে টিকা নেই। টিকা শেষ, আবার মোবাইলে বার্তা দিয়ে আসতেও বলেছে।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা জানান, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চতুর্থ ডোজের ৩৫ হাজার টিকা দেওয়া হয়েছে। টিকা এখন শেষ। বিষয়টি রাজশাহী সিভিল সার্জনকে জানানো হয়েছে। টিকা আসলে আবারও কার্যক্রম শুরু হবে।

রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, চতুর্থ ডোজের টিকা শুধু ৬৫ বছরের ঊর্ধ্বে বয়সসহ যারা জটিল রোগে আক্রান্ত তাদের জন্য। আর চতুর্থ ডোজের টিকাগুলোর মেয়াদ ছিলো ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কারণে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে মজুদ করা টিকা দেওয়া হয়ে গেছে। এখন চতুর্থ ডোজের জন্য হাতে কোনও টিকা নেই।

তিনি আরও জানান, চতুর্থ ডোজের টিকা আসলে আবারও কার্যক্রম শুরু হবে। এখন ১৬ বছরের নিচে শিশুদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। আগামী মাসের শেষের দিকে চতুর্থ ডোজের টিকা আসতে পারে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে রাজশাহীতে চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু হয়। রাজশাহী পুলিশ লাইন হাসপাতাল, রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত নগর স্বাস্থ্যকেন্দ্র ও রাজশাহী সেনানিবাস হাসপাতালে টিকা কার্যক্রম চলছিল।

/আরআর/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ