কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু নিহত, আহত ২

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আব্দুর রহমান (১০) নামে এক শিশু মারা গেছে। ওই সময় পাশে থাকা তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হন। বৃহস্পতিবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার বাউশলা গ্রামে এই ঘটনা ঘটেছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাউশলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুর রহমান বাড়ির পাশে খেলা করার সময় পাশে মোস্তফা নামে এক ব্যক্তির সেচঘর থেকে বোমাটি কুড়িয়ে পায়। এরপর সে বোমাটি নিয়ে খেলা করছিল। হঠাৎ সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যায়। তার পাশে থাকা মা ও বোন আহত হন। স্থানীয়রা বোমার শব্দে তাদের বাড়িতে এসে এই অবস্থা দেখতে পায়। এরপর তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার্থে মা ও মেয়েকে খুলনায় রেফার করেন ডাক্তাররা।

কেশবপুর থানার ওসি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। ছেলেটি পরিত্যক্ত একটি সেচঘর থেকে বোমাটি পেয়ে খেলার সময়ে তা বিস্ফোরণে সে ঘটনাস্থলে মারা যায়।’