গাজীপুরে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে কিশোরী গৃহকর্মী চন্দনা বর্মণের (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দনা জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মণের মেয়ে।
ওসি জানান, মহানগরীর কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করতো চন্দনা। শনিবার দুপুরে হঠাৎ ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে নিচে চলে যায় সে। বিছুক্ষণ পরেই বাড়ির লোকজন নিচতলায় ওয়েটিং রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় চন্দনার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা লাশ নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়। শনিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের নানা ধীরেন্দ্র বাদী হয়ে রবিবার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ওসি আরও জানান, বাবার মৃত্যুর পর প্রায় চার বছর ধরে ওই বাসায় পালিত চন্দনা বর্মণ গৃহকর্মীর কাজ করে আসছিল। প্রায় চার মাস আগে চন্দনার মা মারা যান। মা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে চন্দনা। হতাশায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।