খুলনায় ৩০ হাজার ডোজ টিকা মজুত

খুলনায় করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণকারী এক লাখ ৬৮ হাজার। তাদের মধ্যে ৯০ হাজার জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। আরও ৩০ হাজার ডোজ টিকা মজুত আছে। যা দিয়ে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

এদিকে সরকারি নির্দেশনায় প্রথম ডোজ প্রদান বন্ধ রয়েছে। কিন্তু প্রথম ডোজের জন্য আবেদন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত খুলনায় প্রথম ডোজের জন্য ৩০ হাজার জন নিবন্ধন করেছেন।

খুলনার সিভিল সার্জন জানান, মজুত টিকা শেষ হওয়ার আগেই নতুন করে টিকা পাওয়া যাবে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত ৯০ হাজার ৭০ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর নির্দিষ্ট দিনেই দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে এমন নয়। এরপরও হাতে সময় থাকে। সরকার সবদিক বিবেচনায় নিয়ে কাজ করছেন।’

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ‘করোনা টিকাদান কার্যক্রমের প্রথম ধাপে বাগেরহাটে ৫৪ হাজার ৭শ’ ৮৪ জনকে টিকা দিয়েছি। দ্বিতীয় ধাপে ৩৬ হাজার ডোজ টিকা পেয়েছি। এর মধ্যে প্রায় ৩২ হাজারের বেশি ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। সদর হাসপাতাল কেন্দ্রের টিকা শেষ হয়েছে। দ্বিতীয় ডোজ টিকা দিতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। এই টিকা কিছুদিন পরেও নিলে কোনও সমস্যা নেই।’