রায়হান হত্যা মামলার অভিযোগপত্র দাখিল বুধবার

সিলেটে রায়হান আহমদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। বুধবার (৫ মে) আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান।

নিহত রায়হান আহমদ (৩৩) নগরীর জালালাবাদ থানাধীন নেহারিপাড়া এলাকার বাসিন্দা।

খালেদ-উজ-জামান বলেন, ‘রায়হান হত্যা মামলার অভিযোগপত্র প্রস্তুত রয়েছে। বুধবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। অভিযোগপত্র নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন সেজন্য নিরলসভাবে কাজ করেছে পিবিআই তদন্ত দল।  আলোচিত এ মামলার আসামি পুলিশ হওয়ায় একটি নির্ভুল, ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য অভিযোগপত্র তৈরি করতে কিছুটা সময় লেগেছে।’

উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর রাতে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে আসা হয়। সেখানে মারধরের এক পর্যায়ে রায়হান অসুস্থ হয়ে পড়লে ১২ অক্টোবর ভোরে সিএনজি অটোরিকশা করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রায়হানের শরীরে একাধিক লাঠির আঘাত পাওয়া যায়।

আরও পড়ুন:  

‘সিনিয়র অফিসারের পরামর্শে পালিয়েছিলাম’ (ভিডিও)

অবশেষে এসআই আকবর গ্রেফতার

আকবরকে পালাতে সহযোগিতা করায় আরেক এসআই বরখাস্ত

রায়হান হত্যার সুষ্ঠু বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী

এসআই আকবর কোথায়?

আলোচনায় এসআই আকবরের বাড়ি 

এসআই আকবরের টর্চার সেলের নাম ‘ভিআইপি রুম’!

রায়হানের লাশ তুলে ফের ময়নাতদন্ত করবে পিবিআই

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু: ৪ পুলিশ বরখাস্ত, ৩ জনকে প্রত্যাহার

মোবাইল নম্বরটি কার?

গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভি ফুটেজে, দাবি কাউন্সিলরের

পুলিশ হেফাজতে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ