ভাসানচর থেকে পালানো ১৪ রোহিঙ্গা সন্দ্বীপে আটক

ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রবিবার (৩০ মে) সকালে সন্দ্বীপ উপজেলার পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ১৪ জন নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের কুতুপালং যাওয়ার চেষ্টা করছিল বলে তিনি জানান।

আটক ১৪ রোহিঙ্গা হলো– আয়াতুল করিম (৩০), ইয়াসমিন আরা (২৯), সালেখা বেগম (১৪), তাসলিমা (১৬), উম্মে (১৭), মুশফিকা (১৬), রোজিনা (১৫), আশ্রাফ উল্লা (৮), নজিম উল্লাহ (৭), মো. সাফায়েত (১৬), অলি উল্লা (১২), মো. আনস (১০), শুকতারা (১৫) ও মো. ইমতিয়াজ (১৮)।

নুর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক হওয়া রোহিঙ্গারা ভাসানচর থেকে নৌকায় রবিবার ভোরে সন্দ্বীপে আসে। সকালে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকায় স্থানীয়রা তাদের আটক করেন। পরে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ভাসানচর থেকে দালালের মাধ্যমে ছোট নৌকায় তারা সন্দ্বীপে এসেছে। চট্টগ্রাম হয়ে কক্সবাজারের টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের ভাসানচর থেকে সন্দ্বীপে আনার পেছনে কারা জড়িত আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’