শান্তি প্রতিষ্ঠা করতে কমিটি গঠন করলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে কমিটি গঠন করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় এ কমিটি গঠন করেন তিনি। মঙ্গলবার (১৫ জুন) বিকাল সাড়ে ৪টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাসান ইমাম বাদলকে আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কাদের মির্জা বলেন, ‘আমি সাহস করে সত্য কথা বলবো। আমি শপথ করেছি, সত্য কথা বলার জন্য। আমার জীবনে আমি কখনও মিথ্যা কথা বলিনি। সত্য বলার জন্য যদি জীবন দিয়ে দিতে হয়, তাহলে আমি প্রস্তুত আছি। নেত্রীর সহযোগিতায়, নেত্রীর ছায়ায় আজকে আমি বেঁচে আছি। কোম্পানীগঞ্জে সবাই আমার বিরোধী না। এখন যারা বিরোধিতা করছেন তারা শুরুতে আমার পক্ষে ছিলেন। আমি চাই কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসুক।’

নতুন কমিটিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে এ কমিটির সদস্যরা যেখানে যাওয়ার দরকার যাবেন। সবার সঙ্গে আলোচনা করে শান্তি ফেরাতে কাজ করবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– কাদের মির্জা ঘোষিত পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের ও উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন।