সোয়া ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কুমিল্লায় মালিকবিহীন অবস্থায় পাওয়া সোয়া নয় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) দুপুরে কুমিল্লা ১০ বিজিবি কার্যালয় মাঠে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি।

এদিকে, গত ১০ মাসে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় বিজিবি ২৭ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে। এ সময় বিজিবি ১৫শ’ মামলায় ২৪৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

১০ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী এসব তথ্য জানান।

ধবংস করা মাদকের মধ্যে ছিল– ৭১ হাজার ৫১৩ বোতল ফেনসিডিল, ২ হাজার ১৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৮০ হাজার ৯৪৭ পিস ইয়াবা, এক হাজার ৩৫০ কেজি গাঁজা, ১৮ হাজার ৮৯ বোতল বিভিন্ন প্রকার মদ, এক হাজার ৬৭৫ বোতল বিয়ার, ৩ লাখ ২ হাজার ৪শ’ বিভিন্ন ধরনের অবৈধ ট্যাবলেট।

মাদকদ্রব্য ধ্বংসের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের (উত্তর-পূর্ব রিজিয়ন) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন– কুমিল্লা সদর সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জিএম আলিম উদ্দিন, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক ইমরুল হাসান।