হেফাজতের সহিংসতার মামলায় বিএনপি নেতা রিমান্ডে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য জানিয়েছেন।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে গাড়ি ভাঙচুর, গাড়ির মালিক ও ড্রাইভারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাসান আহমেদকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির। কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হাসান আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভার স্বামী। এ প্রসঙ্গে প্যানেল মেয়র বলেন, ‘আমার স্বামী রাজনীতি করে। রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। কিন্তু সেসব মামলায় তিনি জামিনে আছেন। হুট করে তাকে ধরে নিয়ে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানোর কোনও কারণ নেই। আসন্ন সিটি নির্বাচনে আমাকে কোণঠাসা করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে আমার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।’