চুরি করা ৩২০০ লিটার তেলসহ আটক ৫

পটুয়াখালীর পায়রা বন্দরে জাহাজ থেকে চুরি করা ৩ হাজার ২শ’ লিটার জ্বালানি তেল ডিজেলসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় দুটি ট্রলার জব্দ করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, বৃহস্পতিবার (১০ মার্চ) বন্দরের রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা এলাকা থেকে এসব তেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– আহমেদ মিম (৩৪), খলিল হাওলাদার (৪০), আক্কাস আলী (৪০), রাজীব হাওলাদার (৩৫) ও তাইজুল (৪০)। তাদের মধ্যে তিন জনের বাড়ি গলাচিপা এবং দুই জনের বাড়ি কলাপাড়া উপজেলায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এ চক্রটি পায়রা বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে চোরাইপথে তেল ক্রয় করে আসছে। পরবর্তী সময়ে আবার এসব তেল গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের কাছে বিক্রি করা হতো। আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে।