অস্ত্রসহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গ্রেফতার

পাবনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল কাদের খান কদর (৫০) এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

গ্রেফতার আবদুল কাদের খান কদর পাবনা পৌর এলাকার মৃত রোস্তম আলীর ছেলে এবং জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের ভাই। তার সহযোগী জেলার জালালপুর এলাকার ইব্রাহিম হোসেন (২৫)।

ওসি জানান, পাবনা শহর থেকে একদল লোক মাইক্রোবাসযোগে এসে জোর করে জমি দখল করছেন– এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দোনলা বন্দুক, গুলি, দা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।