বাঁধ ভেঙে ফেলার অভিযোগ, হাওরের ধান তলিয়ে যাওয়ার শঙ্কা

কৃষি বিভাগের তথ্য মতে, নেত্রকোনার হাওর অঞ্চলের ৮০ শতাংশ ধান কাটা হয়েছে। এখনও কয়েক হাজার হেক্টর জমির আধাপাকা ধান মাঠেই রয়েছে। ফসল রক্ষায় বাঁধগুলো মেরামতে সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছেন হাওরবাসী। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার (২৫ এপ্রিল) রাতে বিলে পানি প্রবেশ করাতে গিয়ে বাঁধ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিমের বিরুদ্ধে।

বিলে পানি প্রবেশ অব্যাহত থাকায় খালিয়াজুরীসহ পাশের মদন উপজেলার বিভিন্ন হাওরের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, পেটনা বিলে নতুন পানি ও মাছ প্রবেশ করাতেই বাঁধটি ভেঙে দিয়েছেন লোকমান হেকিম– এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা চেয়ারম্যানকে ধাওয়া করেন। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা চেয়ারম্যানের মোটরসাইকেল বাঁধের ভাঙা অংশে ফেলে দেন। বাঁধ ভাঙার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

ফসল রক্ষায় বাঁধগুলো টিকিয়ে রাখতে চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত বলেন, ‘ইচ্ছাকৃতভাবে বাঁধ ভেঙে দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’