রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় অভিযুক্ত যারা

কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। সোমবার (১৩ জনু) দুপুর ১২টার দিকে উখিয়া থানা পুলিশ ২৯ জনকে অভিযুক্ত করে এই অভিযোগপত্র দাখিল করে।

আরও খবর: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

অভিযোগপত্রে নাম থাকা আসামিদের মধ্যে কারাগারে আছেন ১৫ জন। তারা হলেন– উখিয়ার কুতুপালং রেজি. ক্যাম্পের নুর বাশারের ছেলে মোহাম্মদ ছলিম (৩৩); রোহিঙ্গা ক্যাম্প-৩ মধুরছড়া ডিডি ব্লকের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩); ক্যাম্প-৮ ডব্লিউ মেইন ব্লক, এফ সাব ব্লক-এইচ/৫৪ ক্যাম্পের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩৯); ক্যাম্প-১-এর জকির আহমেদের ছেলে জিয়াউর রহমান (৩৫); হিল-১১ ক্যাম্পের রজুক আলীর ছেলে মো. ইলিয়াস (৩৪) (হেডমাঝি); ক্যাম্প-১/ডব্লিউ-এর দুদু মিয়ার ছেলে মো. আজিজুল হক (২২); ক্যাম্প ১/ইস্ট, ব্লক ডি/৮-এর আবদুল মাবুদের ছেলে মোরশেদ ওরফে মুর্শিদ (২৪); ক্যাম্প-১ ওয়েস্ট, ব্লক এ/৯ নূর মোহাম্মদের ছেলে নূর মোহাম্মদ (২০) এবং ফজল হকের ছেলে আনাস (১৯); ক্যাম্প-১/ওয়েস্টের সৈয়দ আনোয়ারের ছেলে নজিম উদ্দিন (৩৫) এবং সাব্বির আহমদের ছেলে আবুল কালাম আবু (৩৪); ব্লক-জি/১২-এর শহর মূলুকের ছেলে হামিদ হোসেন (৩০); ব্লক বি-১, সাবেক ডি/৪-এর গোরা মিয়ার ছেলে সিরাজুল মোস্তফা ওরফে সিরাজউল্লাহ ওরফে সিরাজ (৪৪); ব্লক-ডি/৮, ক্যাম্প-১/ইস্টের মৃত আব্দুল করিমের ছেলে মৌলভী মো. জকোরিয়া (৫৩); কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-১, ব্লক-ডি-এর মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে খায়রুল আমিন (৩৮)। 

পলাতক ১৪ আসামি হলেন– উখিয়ার ক্যাম্প ১ ওয়েস্টের শরিফ হোসেনের ছেলে মাস্টার আব্দুর রহিম ওরফে রকিম (৩৫); ব্লক সি/১ ক্যাম্প-১ ওয়েস্টের আলী জোহারের ছেলে জাহিদ হোসেন ওরফে লালু (৩৫) ও তার ভাই ফয়েজ উল্লাহ (২৮); ব্লক জি/৭, ক্যাম্প-৭-এর সাবের আহমদের ছেলে ছমির উদ্দিন ওরফে ছমি উদ্দিন ওরফে নুর কামাল (৪০); ব্লক বি/৯, ক্যাম্প-১ ওয়েস্টের নুর মোহাম্মদের ছেলে সালেহ আহমদ (৩০); ব্লক ডি/৩, ক্যাম্প ১ ইস্টের  নুর আলমের ছেলে মোজাম্মেল ওরফে লাল বদিয়া (২৫); ব্লক এফ, ক্যাম্প-১ ওয়েস্টের বদি আলমের ছেলে তোফাইল (২৮); ব্লক জি/৮, ক্যাম্প ১ ইস্টের সামসু আলমের ছেলে মাস্টার শফি আলম (৪০); ব্লক ডি/৮, ক্যাম্প ১ ইস্টের মোজাহার মিয়ার ছেলে আব্দুস সালাম ওরফে জাকের মুরব্বি (৫৫); ব্লক এ, ক্যাম্প-১ ওয়েস্টের জামাল হোসেনের ছেলে জকির (২৬); ব্লক ডি/৮, ক্যাম্প-১ ইস্টের মৃত মোহাম্মদ হাসানের ছেলে হাফেজ আয়াস (২৮); ব্লক ডি/৪, ক্যাম্প-১ ইস্টের রশিদ আহমদের ছেলে মাস্টার কাশিম (৩২); ব্লক সি/৪,  ক্যাম্প ১ ইস্টের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মাস্টার শুক্‌কুর আলম (৩৩); ব্লক জি/২, ক্যাম্প ১ ইস্টের বদি আলমের ছেলে মোস্তফা কামাল (৩০)। 
উল্লেখ্য, গত ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।
ঘটনার পরদিন মুহিববুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান উখিয়া থানার ওসি তদন্ত সালাহ উদ্দিন। তদন্ত  শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।