ধর্ম অবমাননার অভিযোগে নড়াইলের সেই কলেজছাত্র গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে সেই কলেজছাত্রকে (২০) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) রাতে তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার (১৭ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, অভিযুক্ত কলেজছাত্রকে রাতে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, লোহাগড়া থানার পুলিশ সদস্যরা গোপন খবরে ওই কলেজছাত্রকে ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করে। তাকে নড়াইল জেলা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের আবেদন করা হতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার এক কলেজছাত্র ধর্মকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন বলে স্থানীয়দের অভিযোগ। এটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন দিঘলিয়া বাজারে সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলা চালান। 

এ সময় একটি বাড়িতে অগ্নিসংযোগ ও দুটি বাড়ি ভাঙচুর করা হয়। সেইসঙ্গে তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পরে দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় রাত ৯টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।