চার পুলিশ সদস্যসহ ৫ জনের নামে হত্যা মামলা

মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় শনিবার বিকালে পরিবহনশ্রমিক আব্দুস সালামকে (৫৫) মারপিট করে হত্যার অভিযোগে চার পুলিশ সদস্যসহ পাঁচ জনের নামে মামলা করেছেন তার স্ত্রী যমুনা বেগম। সোমবার দুপুরে শ্রীপুর আমলি আদালতে এ মামলা দায়ের করা হয়।

আদালতের অ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর মোখলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

অভিযোগে বাদিনী জানান, ঘটনার দিন রাশেদুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে মিথ্যা অভিযোগ করেন। এরপর নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল, এএসআই সিরাজ মোল্লা, এএসআই জসিম, এএসআই ভবেন ও পুলিশ ভ্যানের ড্রাইভার নাজমুল এসে তার স্বামী আব্দুস সালামকে ওয়াপদা বাসস্ট্যান্ডের কাউন্টারের মধ্যেই বেদম মারপিট করেন। এতে সালাম গুরুতর আহত হয়ে পড়লে ওই পুলিশ সদস্যরা তাকে প্রথমে নাকোল ক্যাম্পে এবং পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে মাগুরা দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় বাদী পক্ষের যুক্তি-তর্ক শুনে অভিযোগ সরাসরি এফআইআর হিসেবে গণ্য করে পিবিআই’কে তদন্তের আদেশ দেন।

এ ঘটনায় ৯৯৯ নম্বরে অভিযোগকারী রাশেদুল ইসলাম ৫৪ ধারায় জেল হাজতে রয়েছেন।

আরও খবর: পুলিশের নির্যাতনে শ্রমিকের মৃত্যুর অভিযোগ, এসআই প্রত্যাহার