শিক্ষিকার লাশ উদ্ধার: মামুনকে আদালতে পাঠিয়েছে পুলিশ

নাটোরে কলেজ শিক্ষিকা খায়রুনের মরদেহ উদ্ধারের পর আটক তার স্বামী মামুন হোসাইনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠায় সদর থানা পুলিশ। মামুনের বিষয়ে বিকালে আদেশ দেবেন আদালত।

আরও খবর: ‘রাত ১১টায় বাসায় এসে ২টায় বেরিয়ে যান মামুন’

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এবং কোর্ট ইন্সপেক্টর নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ জানান, রবিবার সকালে মরদেহ উদ্ধারের পর মামুনকে আটক করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার তদন্ত চলছে দাবি করে তিনি বলেন, মামুনের ব্যাপারে আদেশ দেবেন আদালত। আর তদন্ত শেষে ওই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ‘মানসিক চাপে’ ছিলেন কলেজ শিক্ষিকা, মামুনকে দোষারোপ স্বজনদের

কোর্ট ইন্সপেক্টর জানান, বিকাল ৫টার দিকে আদালত এই ব্যাপারে আদেশ দেবেন।

প্রসঙ্গত, রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে আটক করে পুলিশ।

আরও খবর: কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার লাশ উদ্ধার