মহাসড়ক অবরোধ করায় ২০০ জনের বিরুদ্ধে ছয় মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টিসহ নানা অভিযোগে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সলিমপুরের অবৈধ বাসিন্দারা। সে সময় তারা যানবাহন ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি, ককটেল বিস্ফোরণ, পুলিশের কাজে বাঁধা দেওয়াসহ নানা বিশৃঙ্খলা করেন। এসব অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়।’

পুলিশ জানায়, মঙ্গলবার বিক্ষোভে সলিমপুরের অবৈধ বাসিন্দারা সাধারণ মানুষ ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। পাথরের আঘাতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এবং ১২টি গাড়ি ভাঙচুর করা হয়।

সলিমপুরে অবৈধ বসতি উচ্ছেদ বন্ধ করা এবং বিচ্ছিন্ন করা গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়ার দাবিতে সেখানকার বাসিন্দারা এ বিক্ষোভ করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মামলার আসামিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের গ্রেফতার করা হবে।’