রামপাল বিদ্যুৎকেন্দ্রের তার চুরি করে নেওয়ার সময় আটক ২

রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি করে নেওয়ার সময় চারশ’ কেজি তামার তারসহ দুই চোরকে আটক করেছেন আনসার সদস্যরা। বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকের সামনে থেকে ট্রাকসহ তাদের আটক করা হয়। জব্দ করা তারের বাজার মূল্য প্রায় সাত লাখ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে।

আটককৃতরা তামার তার চুরি করে অভিনব কায়দায় ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন– যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ট্রাকচালক কামাল হোসেন (৪৪) এবং তার সহযোগী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভবোনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মেহেদী হাসান (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাপ বিদ্যুৎকেন্দ্রের আনসার ব্যাটালিয়নের অধিনায়ক (উপ-পরিচালক) চন্দন দেবনাথ জানান, বুধবার রাতে তাপ বিদ্যুৎকেন্দ্রের মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্যরা চুরি করে নেওয়ার সময় সাত লাখ ৪২ হাজার ২শ’ টাকা মূল্যের তামার তার উদ্ধার করেছেন। এ চুরির সঙ্গে জড়িত দুই জনকে আটক করেন তারা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।