পাচারকালে এক যুবকের স্যান্ডেলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২২০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয়েছে কবির ইসলাম (২০) নামে মাদক পাচারকারী ওই যুবককে।
গ্রেফতার কবির রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার মোনতাজ আলী মণ্ডলের ছেলে।
নাটোর র্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার লালপুর উপজেলার তিলকপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। সে সময় অভিনব কায়দায় স্যান্ডেলের সোলে বহনকরা হেরোইন উদ্ধার এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে তিন হাজার ৩১০ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতার কবির ইসলাম ওই হেরোইন আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এই ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ওই আসামিকে হস্তান্তর করা হয়েছে।