চট্টগ্রামে আরও ৮৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে নভেম্বর মাসের ২০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৫১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ১৮০ জন মহানগরীর এবং ৩৩৩ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে এ বছর ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চার হাজার ১৮৯ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৭৪ জন, নারী এক হাজার ১৩৯ জন এবং শিশু এক হাজার ১২ জন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ এবং অক্টোবরে এক হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন তিন হাজার ১৩৯ জন রোগী।

ডেঙ্গুতে মারা যাওয়া ৩১ জনের মধ্যে ৯ জন পুরুষ, ১০ জন নারী এবং ১২ শিশু।

উপজেলা পর্যায়ে এক হাজার ৫০ জন রোগীর মধ্যে লোহাগাড়ায় ৪৭, সাতকানিয়ায় ৮৯, বাঁশখালীতে ৫৭, আনোয়ারায় ৪১, চন্দনাইশে ৩৪, পটিয়ায় ১১৭, বোয়ালখালীতে ৪২, রাঙ্গুনিয়ায় ৩৭, রাউজানে ৩১, ফটিকছড়িতে ৩৫, হাটহাজারীতে ৬৬, সীতাকুণ্ডে ২৭৭, মীরসরাইয়ে ৩২, সন্দ্বীপে ১৯ ও কর্ণফুলীতে ১৩৭ জন রোগী রয়েছেন।