মোংলায় শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য খালাস বন্ধের শঙ্কা

কর্মবিরতিতে সমর্থন দিয়ে রবিবার মোংলার পশুর চ্যানেলের বিভিন্ন এলাকায় কয়েকশ’ লাইটার নোঙর করে রেখেছেন নৌযান শ্রমিকরা। এর ফলে লাইটার সংকটে যেকোনও মুহূর্তে মোংলা বন্দরে অবস্থারত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য  খালাস বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা।

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে শুরু হয়েছে নৌ-শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, লাইটার সংকটের কারণে জাহাজ থেকে পণ্য খালাস না করতে পারলে তাদের অনেক টাকার আর্থিক ক্ষতি হবে। শিপিং এজেন্টদেরও জাহাজ ভাড়া বাড়বে।

তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, রাতে শুরু হওয়া নৌযান শ্রমিক ধর্মঘটের কারণে বন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাসে এখনও কোনও প্রভাব পড়েনি।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ‘১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবি বাস্তবায়ন না করায় কর্মবিরতির কর্মসূচি দিয়েছি।’

তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।