এক বাগাড় অর্ধলক্ষ টাকায় বিক্রি

কুড়িগ্রামের চিলমারীর রাণীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদে ৪৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্পের মোড় এলাকায় ৫৮ হাজার ৫০০ টাকায় কেটে বিক্রি করা হয়।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদে আকালু নামে এক জেলের জালে বাগাড়টি ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা জলিল মিয়া বলেন, ‘রবিবার কাচকোল ঘাট এলাকায় বাগাড় মাছটি ধরা পড়ার পর সেখানে উন্মুক্ত ডাকে এক হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৫৪ হাজার টাকায় মাছটি কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া। এ সময় ওই ঘাটে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে উপজেলার পাম্পের মোড় এলাকায় মাছ ব্যবসায়ী সাজু মিয়া ৪৫ কেজি ওজনের মাছটি কেটে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৮ হাজার ৫০০ টাকায় খুচরা বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাগাড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। একক গ্রাহকের কাছে সচরাচর এত বড় মাছ বিক্রি করা সম্ভব হয় না। তাই ঘাট থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রি করা হয়েছে। 

মৎস্য বিভাগ জানায়, ব্রহ্মপুত্র নদে বাগাড় মাছের বিচরণ রয়েছে। ১২ ইঞ্চির চেয়ে ছোট বাগাড় ধরা আইনত নিষিদ্ধ। এর চেয়ে বড় আকৃতির বাগাড় শিকারে কোনও বিধিনিষেধ নেই।