প্রতিপক্ষের বিরুদ্ধে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ

রাঙামাটির নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা (৫৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সংগঠক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়া বড়পুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করা হয়েছে।

সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা নানিয়াচর উপজেলার এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, ‘সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখোশ বাহিনী সুবাহুর ওপর হামলা চালায়। তিনি সেখানে মারা গেছেন বলে শুনেছি।’

অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেও হতে পারে।’

নানিয়াচর থানার ওসি সুজন হাওলাদার বলেন, ‘হত্যার বিষয়টি শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।’