বিশ্বকাপ ফুটবলের মহারথে আজ (রবিবার) রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ। খেলায় লিওনেল মেসির দল বিজয়ী হলে আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা নিজের অটোরিকশায় সোমবার সারাদিন বিনামূল্যে যাত্রী পরিবহন করবেন বলে জানিয়েছেন কুড়িগ্রামের আর্জেন্টিনাভক্ত আশরাফুল আলম। রবিবার (১৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
অটোরিকশা চালক আশরাফুলের বাড়ি কুড়িগ্রাম পৌর শহরের পূর্ব প্রান্তে ধরলা অববাহিকা সংলগ্ন একতাপাড়া বাঁধের পাড়ে। তিনি ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। আশরাফুল আলম পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি বিবাহিত। তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন। আয় সীমিত হলেও ফুটবল এবং আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা সীমিত নয়। তাই পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভকামনা জানাতে নিজের জীবিকা নির্বাহের বাহনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।
তবে এমনি এমনি সবার জন্য এই অফার দেননি এই আর্জেন্টিনাভক্ত এই যুবক। ফ্রিতে তার রিকশায় ঘোরার জন্য তিনি কিছু শর্ত জুড়ে দিয়েছেন। শর্তগুলো হলো:
* যাত্রীকে অবশ্যই আর্জেন্টিনার সমর্থক হতে হবে। (আর্জেন্টিনার জার্সি থাকলে ভালো)
* যাত্রীর গন্তব্য অবশ্যই কুড়িগ্রাম সদর উপজেলার ভেতরে হতে হবে।
* সর্বোচ্চ ২০ মিনিট একজন যাত্রী গাড়িতে থাকতে পারবেন। (যেন সবাই সুযোগ পায়)
* একসঙ্গে তিন জনের বেশি ওঠা যাবে না।
* শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এ ব্যাপারে জানতে আশরাফুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যখন থেকে ফুটবল বুঝি তখন থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার ভালোবাসা। এবার বিশ্বকাপের আগেই প্রিয় দলের পতাকার রঙে আমার অটোরিকশাটি রঙ করি। আজ সেই কাঙ্ক্ষিত ফাইনাল। প্রিয় দল জয়লাভ করলে আগামীকাল সারাদিন ফ্রিতে যাত্রী পরিবহন করবো। এই অফারটিও দলের প্রতি ভালোবাসা থেকে।’
দল জয় লাভ করুক আর না করুক নিজের অটোরিকশাটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো থাকবে বলেও জানান এই আর্জেন্টিনাভক্ত এই রিকশাচালক।