রূপগঞ্জের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোয়া ১টায় এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও কাজ চলছে ডাম্পিংয়ের।

জানা গেছে, উপজেলার গাউছিয়া ভুলতা এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লাগার পরপরই দ্রুত শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপ-পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, এখন আড়াইহাজারে এসপি কেমিক্যাল কোম্পানিতে কাজ চলছে। আর রূপগঞ্জে স্পিনিং মিলের আগুন আমাদের নয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন ডাম্পিং চলছে।