লালমাই উপজেলা নির্বাচনে ভোট চলছে

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার  (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে।

জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে মাঠে রয়েছেন দুই জন বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহীন। অন্য দুই প্রার্থী  হলেন– দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুনর রশীদ মজুমদার (কাপ-পিরিচ)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী তিন জন হলেও লড়াই হবে মূলত নৌকা ও আনারসের মধ্যে। উপজেলায় মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪ প্রার্থী।

এদিকে সকালে কুমিল্লার ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার দুই কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিত নেই বললেই চলে।

ওই মাদ্রাসার পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী খাইরুল ইসলাম বলেন, ‘আমার কেন্দ্রের ভোটার দুই হাজার ৮৭২ জন। আমরা ভোট গ্রহণ শুরু করেছি। ভোটার উপস্থিতি এখনও তেমন নেই। আশাবাদী সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।’ 

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সিনিয়র কর্মকর্তারা কাজ করবেন। স্ট্রাইকিং টিম, পেট্রোল টিমসহ সব টিমকে পরিস্থিতি সুন্দর রাখার নির্দেশনা দিয়েছি।’

রিটার্নিং কর্মকর্তা জেলার সিনিয়র কর্মকর্তা মঞ্জরুল ইসলাম জানান, প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কিনা, তা দেখার জন্য উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কোথাও কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, নৌকা প্রতীকের প্রার্থী কামরুল হাসান শাহীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাইয়ের ছেলে।