পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ৩ লাখ টাকাসহ গ্রেফতার ১

বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তিন লাখ টাকা ও নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) শহরের সপ্তপদী মার্কেট থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

জাকির হোসেন বগুড়ার গাবতলী উপজেলার চক সেকেন্দার গ্রামের আবদুস সালামের ছেলে। 

ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির তার সহযোগী আবদুর রাজ্জাক ও সানাকে নিয়ে সরকারি চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

মামলার এজাহার ও ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার বুজরুক মাঝিরা গ্রামের ইকবাল হোসেনের ছেলে গত বছরের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করেন। এ সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাপাসিয়ার আবদুর রাজ্জাক চাকরি দেওয়ার জন্য ১৪ লাখ টাকা দাবি করেন। প্রলোভন দেখানোর এক পর্যায়ে ইকবাল রাজি হন। পরে তার ছেলে সব পরীক্ষা শেষে প্রাথমিকভাবে উত্তীর্ণ হন। খবর পেয়ে আবদুর রাজ্জাক তার সহযোগী জাকির হোসেন ও সোনাতলার রানীরপাড়ার মো. সানাকে সঙ্গে নিয়ে ইকবাল হোসেনের বাড়িতে যান। জাকির নিজেকে পুলিশের বড় কর্মকর্তা দাবি করে ইকবালের ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ সময় পাশ করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। পরে ইকবাল গত ২১ মার্চ সদরের চন্ডিহারা মহাসড়কের পাশে একটি হোটেলে নগদ পাঁচ লাখ টাকা ও স্বাক্ষরসহ ১৪ লাখ টাকার চেক দেন। জাকির এ সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দেন। পরবর্তীতে ইকবাল হোসেন খোঁজ নিয়ে জানতে পারেন, জাকির ও অন্যরা পুলিশের কেউ নয়। তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন।