কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

মাদারীপুরের রাজৈর পৌরসভার মোল্লাকান্দি গ্রামের কৃষক শহিদুল শেখের প্রায় ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে। 

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে রাজৈর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

ধান কাটতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম, সাধারণ সম্পাদক নূরে আলম সবুজ আকন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, জগন্নাথ হলের গনেশ, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মিথুনসহ অনেকে।

কৃষক মো. শহিদুল শেখ বলেন, ‘শ্রমিক ও অর্থ সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের সভাপতি বিষয়টি জানতে পেয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার জন্য দোয়া রইলো।’

রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম বলেন, ‘দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত জেলা ছাত্রলীগের আওতাধীন সব উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।’

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান অনিক বলেন, ‘আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে, রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের কৃষক মো. শহিদুল শেখ তার ৫০ শতাংশ জমির পাকা ধান শ্রমিক ও অর্থ সংকটে কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।’