বিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে ৭টি ল্যাপটপ চুরি

ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে সাতটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর ছেলেকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৩ মে) রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বলেন, ‘বুধবার এসএসসি পরীক্ষা শেষে স্কুল তালাবন্ধ ছিল। সন্ধ্যার পর থেকে নিরাপত্তাকর্মী হাবিব মিয়া ওরফে হবি দায়িত্বরত ছিল। বৃহস্পতিবার (৪ মে) সকালে ঝাড়ুদার দুতলায় আইসিটি ল্যাবের সামনে পরিষ্কার করতে গিয়ে দেখে কেচিগেটের তালা কাটা। পরে ল্যাবের ভেতরে গিয়ে দেখা যায় সাতটি ল্যাপটপ ও একটি মাদার কম্পিউটার চুরি হয়ে গেছে।’ 

স্কুলের সিকিউরিটি গার্ড হাবিব মিয়া ওরফে হবি জানান, ‘বুধবার সন্ধ্যার পর কয়েকজন যুবক ব্যাগ নিয়ে স্কুলের ভেতরে ঘোরাফেরা করছিল। ওই যুবকরাই সম্ভবত ভেতরে ঢুকে তালা কেটে চুরি করে নিয়ে গেছে।’