জগতের শান্তি কামনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

নানা আয়োজনে রাঙামাটিতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। শহরের রাঙামাটি রাজ বনবিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

বৃহস্পতিবার (২ মে) সকালে রাঙামাটি রাজ বনবিহারে আতশবাজি, সমবেত বুদ্ধ বন্দনা, কেক কাটা, সিদ্ধার্থের মূর্তিতে জল সিঞ্চান, বিভিন্ন প্রাণী অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাবিহারে আসা পুণ্যার্থীরা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার দিনটি খুবই পূর্ণময় একটি দিন। এই দিনে তারা নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। নিজের পাশাপাশি জগতের সব প্রাণীর মঙ্গল কামনা করেন।

রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির বলেন,পার্বত্য এলাকাসহ পুরো দেশ তথা বিশ্বের মঙ্গল ও শান্তি কামনা করি। এই শুভ কর্মের দ্বারা দেশবাসীসহ সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করি।