যুবলীগ নেতা‌র মামলার পর ওসি ক্লোজড

ঠাকুরগাঁও‌য়ে থানায় নিয়ে যুবলীগ নেতা‌কে নির্যাতনের অভিযোগ ওঠার পর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বিষয়‌টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এসপি জানান, প্রশাসনিক কারণে সদর থানার ওসি কামাল হোসেন‌কে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

এ ঘটনায় বুধবার ওসি কামাল হোসেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক। শুনানি শেষে জেলা ও দায়রা জজ মামুনুর র‌শিদ অভিযোগটি এজাহার হি‌সে‌বে নেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপারকে। একই স‌ঙ্গে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং জেলা সি‌ভিল সার্জন‌কে বাদীর চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। 

আদালতের আদেশের বিষয়‌টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আব্দুল হা‌মিদ।

মামলার অন্য অভিযুক্তরা হ‌লেন– পরিদর্শক (তদন্ত) মো. লতিফ, উপপরিদর্শক (এসআই) খোকা চন্দ্র রায় ও মোহাম্মদ হাফিজ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোতালেব।

গত ২৯ এপ্রিল রাতে শহরের পাবলিক ক্লাব মাঠে বৈশাখী মেলায় ঝামেলা চলছে– এমন অভিযোগে পুলিশ রকি ও পুলককে আটক করে। পরে তাদের থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। রাতে পুলক অসুস্থ হয়ে পড়লে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। ২ মে জামিন পান পুলক।