ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাইদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ মে) কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

গ্রেফতার সাইদুল উপজেলার কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে তা‌কে গ্রেফতার ক‌রা হয়। 

পুলিশ জানায়,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‌ডি‌জিটাল মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালান সাইদুল। এমন অভিযোগে কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আতাউল রহমান বাদী হ‌য়ে কচাকাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় সাইদুল‌কে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হ‌য়ে‌ছে।

ওসি গোলাম মর্তুজা বলেন, ‘গ্রেফতার যুবদল নেতাকে শুক্রবার সকালে আদালতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’