দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হওয়ার নজির নেই: বামজোট

বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে শহরের রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাম জোটের নেতারা বলেন, ‘বর্তমান সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। দলীয় সরকারের অধীনে এখন পর্যন্ত কোনও নির্বাচন নিরপেক্ষ হওয়ার নজির নেই। ফলে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী সরকারের অধীনে নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এই দুঃশাসন মোকাবিলায় আন্দোলন গড়ে তুলতে হবে।’

বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) ময়মনসিংহ জেলা সমন্বয়ক শেখর রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন–বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মানস নন্দী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ ও সিপিবি জেলা সভাপতি  এমদাদুল হক মিল্লাত।

এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।