সাংবাদিক নাদিম হত্যা: আরও একজন গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যানের সহযোগী নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সোমবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

ওসি সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী হত্যায় জড়িত নয়ন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার তাকে করে। সে একই এলাকার ছানোয়ার হোসেনের ছেলে। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল চেয়ারম্যান বাবু এবং তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে বকশীগঞ্জের বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৫ জুন বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের পর ১৬ জুন উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।