X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

যুবলীগের সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি

জামালপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৪

যুবলীগের প্রস্তুতিমূলক সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি শামীম খন্দকার। সভায় শামীম ছাড়াও উপস্থিত ছিলেন এই হত্যা মামলার ৮ নম্বর আসামি ইসমাঈল হোসেন স্বপন মণ্ডল।

শুক্রবার সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্য সংগ্রহ ও প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা যুবলীগ।

সেই সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে নিন্দার ঝড়। একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হয়ে জামিনে এসে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করাকে নেতিবাচকভাবে দেখছেন জেলার সুধী সমাজসহ সব স্তরের জনসাধারণ। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে মনে করছেন অনেকে।

শামীম খন্দকার উপজেলা যুবলীগের সদস্য এবং বকশীগঞ্জের উত্তর বাজার এলাকার মৃত ফরহাদ হোসেন ফক্কার ছেলে। তিনি সাংবাদিক নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনাস্থল থেকে শামীমের বাড়ি মাত্র ৩০-৪০ গজ দূরে। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছেন।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, ‘আমার বাবার হত্যার আসামিরা একে একে জামিনে এসে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এতে দিন দিন তারা আরও প্রভাবশালী হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আর তারা এসে কার সঙ্গে রাজনীতি করছে তা দেখলেই বোঝা যায়, তারা কার কথায় চলে এবং আমার বাবার হত্যার পেছনে কারা ছিল।’

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক রাজন্য রুহানি বলেন, ‘একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি জামিনে এসে এভাবে দলীয় কাজে অংশগ্রহণ করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এই বিষয়টি দুঃখজনক। একটি দলে আরও অনেক নেতাকর্মী থাকেন। সভা সঞ্চালনায় কেন নাদিম হত্যা মামলার আসামিকে রাখা হবে, এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা চাই নাদিম হত্যা মামলার প্রকৃত আসামিদের বিচার হোক।’

এসব বিষয়ে জানতে অভিযুক্ত শামীম খন্দকারকে ফোন করলে তিনি উচ্চস্বরে বলেন, ‘আমি একজন দক্ষ সংগঠক, উচ্চ শিক্ষিত। আমার বিরুদ্ধে লেখার আগে একটু ভেবেচিন্তে লিখতে হবে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যতক্ষন পর্যন্ত আমি দোষী প্রমাণিত না হবো ততক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে না। সবাই জানে, আমি এর সঙ্গে জড়িত না। এখন যদি খুঁচিয়ে খুঁচিয়ে তেল দেন, তাহলে তো মুশকিল। আপনি সেন্ট্রালে (যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে) যোগাযোগ করেন।’

এসব বিষয়ে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, ‘আমাদের বকশীগঞ্জ উপজেলা যুবলীগের কমিটি অনেক আগের। এই কমিটির আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা রাজনীতিতে সক্রিয় নয়। একজন যুগ্ম আহ্বায়ক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, আরেকজন যুগ্ম আহ্বায়ক দেশের বাইরে অবস্থান করায় উপজেলা যুবলীগের কমিটি তেমন সক্রিয় নয়।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামিরা যদি যুবলীগের পদে থাকে তাহলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রে সুপারিশ করবো। তবে তারা যদি যুবলীগের কোনও পদে না থাকে তাহলে আমাদের কিছু করার নেই। তবুও আমি এই বিষয়টি ক্ষতিয়ে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা ফরহাদ হোসেন পলাশের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া ওই প্রস্তুতি সভায় বক্তব্য দেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বক্তব্য দেন– প্রস্তুতি সভার প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইয়ুম। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য হুমায়ুন কবির, যুবলীগ নেতা মির্জা সম্রাট, যুবলীগ নেতা ফরহাদ রেজাসহ আর অনেকে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজ২৪ ডটকমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর পর ১৬ জুন বকশীগঞ্জের গুমেরচরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাংবাদিক নাদিমকে। এ ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন তার স্ত্রী মনিরা বেগম। সাংবাদিক নাদিম হত্যা মামলায় এ যাবৎ কারাগারে রয়েছে প্রধান আসামি বাবুসহ ১৭ জন, কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ২ জন। উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়েছেন এজাহারভুক্ত ৭ আসামি এবং এখনও পলাতক রয়েছেন বাবুর ছেলে রিফাতসহ ৫ আসামি। বকশিগঞ্জ থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে সিআইডি।

/এমএএ/
সম্পর্কিত
সাংবাদিক নাদিম হত্যা: আবারও আসামি বাবুর জামিন নামঞ্জুর
‘বাবাকে কবর দেওয়ার পর থেকে আজও রাস্তায় দাঁড়িয়ে আছি’
সাংবাদিক নাদিম হত্যা: বাবুর অন্যতম সহযোগী আসলাম গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!