X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর অন্যতম সহযোগী আসলাম গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ২৩:২৭আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩:২৭

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সহযোগী আসলাম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসলাম মিয়া বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের ভুলো মিয়ার ছেলে। এর আগে রিমান্ডে নাদিম হত্যায় আসলাম মিয়ার সম্পৃক্ততার কথা পুলিশকে জানান মামলার আরেক আসামি নয়ন মিয়া।

এসব তথ্য নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় গত ৩ জুলাই নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নয়ন মিয়া সাংবাদিক নাদিম হত্যায় আসলাম মিয়ার সম্পৃক্ততার কথা জানান। তার স্বীকারোক্তি অনুযায়ী আসলামকে গ্রেফতার করা হয়।’

ওসি আরও বলেন, ‘এ মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন ১৬ জন। এর মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাবুসহ চার জন।’  

নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘১৭ জন গ্রেফতার হলেও মামলার এজাহারে উল্লেখ করা ২২ জনের মধ্যে পাঁচ জন গ্রেফতার হয়েছে। এখনও ১৭ জন গ্রেফতার হয়নি। দ্রুত এজাহারভুক্তদের গ্রেফতারের দাবি জানাই।’

এর আগে গত ১৪ জুলাই পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
সাবেক এসপি সুব্রত কুমারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট