পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২: চালক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহতের ঘটনায় পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মিলের পাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার চালকের নাম মিজানুর রহমান (২৭)। সে উলিপুর উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের জোনাই ডাঙগা গ্রামের শামসুল হকের ছেলে।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখাঁন সড়কে নাজিমখাঁনগামী পিকআপের সঙ্গে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫) নামে দুই যাত্রী নিহত হন। আহত হন আরও চার যাত্রী।

এদিকে এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের বাবা আব্দুল গফফার বাদী হয়ে রাজারহাট থানায় মামলা করেছেন। ওই মামলায় একমাত্র আসামি হিসেবে পিকআপ চালক মিজানুরের নাম উল্লেখ করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত পিকআপের মালিকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনাস্থলের কাছে একটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় চালক মিজানুরকে গ্রেফতার করা হয়েছে। গাড়ির মালিকের পরিচয় শনাক্ত ও কাগজপত্রের বৈধতা যাচাই করা হচ্ছে।