৩৪ ঘণ্টা পর হাওর থেকে কার্গোজাহাজের শ্রমিকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর কার্গোজাহাজের শ্রমিক মুসলিম উদ্দিনের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলের প্রায় চার কিলোমিটার দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি এ তথ্য জানান।

মৃত মুসলিম উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মন্নান মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সন্ধ‌্যা ৭টার দিকে ইটনা উপজেলার তৌফিক পল্লীর সামনে হাজারিকান্দা হাওরে পাথরবোঝাই একটি কার্গোজাহাজ আটকে যায়। এ সময় শ্রমিক মুসলিম উদ্দিন হাওরের পানিতে নেমে মাটি থেকে জাহাজটি ছাড়িয়ে নেন। কিন্তু পানি থেকে জাহাজে ওঠার সময় তলিয়ে যান তিনি। এরপর স্থানীয়রা ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানান। মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল। প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজে সমস‌্যা হয়। আজ ঘটনাস্থলের প্রায় চার কিলোমিটার দূরের কাটিনো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।