নোয়াখালীতে মেলায় ১৫ লাখ টাকার গাছ বিক্রি

নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে। মেলায় ফলদ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৪ হাজার চারা বিক্রি হয়েছে, যার বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

বৃহস্প‌তিবার (৩ আগস্ট) সকা‌লে মেলার সমাপনি অনুষ্ঠানে সেরা তিনটি নার্সারিকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফারুক নার্সারি, গুরু দয়াল নার্সারি এবং সালমা নার্সারি।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফ‌রিদ মিঞার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 
 
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পু‌লিশ সুপার মো. শহীদুল ইসলাম। বক্তব্য দেন নোয়াখালীর সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী তা‌রিকুর রহমান, সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উ‌দ্দিন চৌধুরী, বিভিন্ন রেঞ্জ থেকে আগত রেঞ্জ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

পরে মাইজদী এসএফএন‌টি‌সির ২০ জন উপকারভোগীদের মধ্যে ৩১ হাজার ২৯৮ টাকার চেক বিতরণ করা হয়।