স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো শিশুর

লালমনিরহাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে অয়ন রায় (১২) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন স্থানীয় ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে গোকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধুমের কুটি গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে। দুই ভাইয়ের মধ্যে অয়ন ছিল ছোট। তার মৃত্যুতে বাড়িতে আহাজারি চলছে।

ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বিকাল সোয়া ৪টায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যায় অয়ন।

অয়নের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান ওসি।