কক্সবাজারে ইয়াবা লুট নিয়ে সংঘর্ষ: প্রধান আসামিসহ গ্রেফতার ২

কক্সবাজারে আলোচিত ইয়াবা লুট নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি ইয়াবা সম্রাট সৈয়দ উল্লাহ (৪২) এবং তার সহযোগী গফুরকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব ১৫। এ সময় তাদের কাছ থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেফতার সৈয়দ উল্লাহ ওরফে ইয়াবা সৈয়দ কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকার মো. হোসেনের ছেলে। তার সহযোগী আব্দুল গফুর ওরপে গুড়ুইল্লা একই এলাকার মৃত জমির হোসেনের ছেলে।

মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গত শনিবার ভোরবেলা কক্সবাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সৈয়দ উল্লাহ তার নিজস্ব ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কক্সবাজার পৌরসভার উত্তর মুনিয়ারছড়ার পানির কুয়া এলাকায় খালাস করছিল। সে সময় অপর একটি গ্রুপ ওই ইয়াবা লুট করার চেষ্টা করলে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় আসামি সৈয়দ উল্লাহ এবং তার সহযোগী ছয় থেকে সাত ব্যক্তি ইয়াবা ছিনতাইকারী ওই গ্রুপের ওপর ছুরি এবং দেশি অস্ত্র দিয়ে হামলা করে দুদু মিয়া এবং তার সহযোগী রিপনকে গুরুতর আহত করে। পরে আহত দুদু মিয়া বাদী হয়ে সৈয়দ উল্লাহকে প্রধান আসামি এবং তার অপর পাঁচ সহযোগীর নাম উল্লেখ করে আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগ করে গত ১৩ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।

এ ঘটনায় র‌্যাব-১৫ হামলাকারী আসামিদের গ্রেফতার এবং ইয়াবা উদ্ধারে তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সৈয়দ উল্লাহকে তার ঘনিষ্ঠ সহযোগী গফুরসহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের মাদালিয়া পাড়ার সৈয়দের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে প্লাস্টিকের একটি বস্তা থেকে এক লাখ তিন হাজার আটশ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।