আগুনে পুড়লো ৭ দোকান, ৩ বাড়ি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে আগুনে তিনটি বাড়ি, সাতটি দোকান এবং দুটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টায় লাগা এ আগুনে ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকাবাসীর সহায়তায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

খবর পেয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সাতটি দোকান, দোকানের পেছনের তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তা ছাড়া দোকান সংলগ্ন এলাকায় রাখা দুটি ইজিবাইক পুড়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সামান্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।’

ক্ষতিগ্রস্ত দোকানদার রইছ মিয়া বলেন, ‘আগুনে পুড়ে সব হারিয়ে পথে বসে গেছি।’

আরেক দোকানদার রাসেল আহমদ জানান, আগুনে তার দোকান ও বাসা দুটোই হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন।

সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফারুকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।’ বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাতে বলে তিনি জানান।

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রইছ আল রেজুয়ান বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবে।’