টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রি, ৮০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর জলঢাকার ধর্মপাল ইউনিয়নে টিসিবির পণ্য খোলাবাজারে বিক্রির দায়ে দুই দোকানদারকে ৮০ হাজার টাকা জরিমানা এবং ওই পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

অভিযুক্তরা হলো– ওই ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে আরিফ রেজা এবং হুচেন আলীর ছেলে মোস্তাকিম আলম।

জানা যায়, আরিফের দোকান থেকে দুই লিটারের সয়াবিন তেলের ৭০টি বোতলে ১৪০ লিটার সয়াবিন তেল, ২৭৮ কেজি ডাল এবং ৬৬৯ কেজি চাল জব্দ করা হয়। অপরদিকে, মোস্তাকিমের দোকান থেকে ১২৮ লিটার সয়াবিন তেল, ৯০৬ কেজি চাল ও ৩০২ কেজি ডাল জব্দ করে ধর্মপাল ইউপি কার্যালয়ে রাখা হয়।

ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, একই পরিবারে একাধিক কার্ড থাকায় অনেকেই টিসিবির পণ্য বেশি দামে বাজারে বিক্রি করে থাকেন। কেউ দলীয়ভাবে পেয়েছে, আবার কেউ চেয়ারম্যান-মেম্বারের কাছ থেকে পেয়েছেন। গতকাল দুই দোকান থেকে ওই মালামাল পাওয়ায় তাদের ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অত্যাবশকীয় পণ্যবিধি বা আইন অনুযায়ী ৩(১) ধারা ভঙ্গ করার দায়ে ৬ ধারার বিধান মোতাবেক ওই দুই জনকে ৮০ হাজার টাকা জরিমানা এবং পণ্যগুলো জব্দ করা হয়।’

তিনি আরও জানান, আজ (শুক্রবার) দুপুরের দিকে আশ্রয়ণ প্রকল্পের সদস্য ও গরিব মানুষের মাঝে ওইসব পণ্য বিনামূল্যে বিতরণ করা হবে। তাদের তালিকা করা হচ্ছে।