চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাবের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. আক্কাসকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে আনোয়ারা থানাধীন মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় বসতঘরের ভেতরে প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আক্কাস আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা এলাকার জাফর আহমেদের ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ‘গ্রেফতার আক্কাস তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। উদ্ধার হওয়া ৫০ হাজার পিস ইয়াবার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।’
তিনি জানান, গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।