বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ছোট আঁচড়া গ্রামের নির্মাণাধীন নতুন থানা ভবনের সামনে থেকে ৫৯ বোতল ফেনসিডিলসহ খড়িডাংগা গ্রামের জাকির হোসেনকে (২৫) গ্রেফতার করে। পরে দুপুর একটার দিকে বেনাপোল স্থলবন্দরের ২২ নম্বর শেড হতে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ওসি আরও জানান, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।