দুর্ঘটনায় ছাত্র আহতের ঘটনায় ভোলায় সড়ক অবরোধ


ভোলা-চর ফ্যাশন সড়ক অবরোধভোলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র আহতের ঘটনায় ভোলা-চরফ্যাশন সড়কটি প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে ভোলা সরকারি কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে কয়েকটি যানবহনে ভাঙচুর করে।
শনিবার দুপুর ১২টার দিকে কলেজের সামনের রাস্তা অবরোধ করে ভাঙচুর চালায় ছাত্ররা।
প্রত্যক্ষদর্শীরা জানায়,  সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাইনুদ্দিন (২২) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবরটি কলেজে ছড়িয়ে পড়লে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত কালেজের সামনে ভোলা-চরফ্যাশন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে ওই কলেজের ছাত্ররা। এ সময় তারা কলেজের সামনে কয়েকটি ব্যাটারিচালিত অটোরিক্সাও ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বর্তমান ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান।
/এসএনএইচ