ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাসহ গুরুতর আহত ৩, অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে

ফেনীতে উপর্যুপরি ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভসহ তিন জন আহত হয়েছেন। নিজ দলের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে শহরের শহীদুল্লা কায়সার সড়কে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শনিবার সকালে ফেনী পৌর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শুভকে ঢাকা ট্রমা সেন্টারে এবং অপর একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভসহ আহতরা এই হামলার জন্য চাঁদাবাজি মামলায় সদ্য গ্রেফতার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর অনুসারীদের দায়ী করেছেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হায়াত উল্যাহ বলেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, হামলায় আহত সফি উল্লাহ শুভ জানিয়েছেন, সন্ধ্যার দিকে পাঠানবাড়ী রাস্তার মাথা সংলগ্ন ধানসিঁড়ি রেস্তোরাঁয় বসা ছিলেন। এ সময় মামা আবদুল ওয়াদুদ শিপন ও বন্ধু শিপন তার সঙ্গে ছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ নাহিয়ান, সুজন, সাব্বির ও কবিরসহ সাইফুল ইসলাম পিটুর লোকজন অতর্কিত হামলা চালায়। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে তার মাথা, পায়ে ও ডান হাত গুরুতর আঘাত পান। পরে হামলাকারীরা রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর করে।

১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিন্দনীয়। হামলাকারীরা বহিরাগত বলে তিনি শুনেছেন।