আশুলিয়ায় মা-বাবা-সন্তানকে হত্যা: গাজীপুর থেকে দম্পতি গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় নিজ কক্ষে মা-বাবা ও সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২ অক্টোবর) রাতে গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ (সিপিসি-২)-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। তিনি জানান, গ্রেফতারের বিষয়টি র‌্যাবের মিডিয়া উইং’কে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যাবের মিডিয়ায় সেন্টার থেকে বিস্তারিত জানানো হবে।

গ্রেফতার দুজন হলো– সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম।

শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ফকিরবাড়ী মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন– ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৫০), তার স্ত্রী সহিদা বেগম (৪০) এবং তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। সহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনই আশুলিয়ায় আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুন: বাবা-মা-সন্তানকে গলা কেটে হত্যা: কক্ষের জিনিসপত্র স্বাভাবিক অবস্থায় ছিল