চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করা ১০০ পরিবারকে সরানো হলো

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাহাড়ে অভিযান চালিয়ে ১০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের টিম। খোলা হয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) নগরীর আকবরশাহ এলাকার বিজয়নগর, ঝিল ১, ২ ও ৩ নম্বর, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, মতিঝর্ণা, ষোলশহর ও পোড়াকলোনি এলাকায় অবস্থিত পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ১০০টি পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, ‘সকাল থেকে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। মানুষের জান-মাল রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে নগরীর ছয় জন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে চট্টগ্রাম নগরীর ছয়টি সার্কেলের মাধ্যমে পাহাড়ে এ অভিযান চালানো হয়।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘পাহাড়ে যাতে মানুষের আর প্রাণ দিতে না হয় সেজন্য কাজ করছি। সবাইকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসনের টিম কাজ করছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।’