গাড়ি পোড়ানো মামলায় গার্মেন্টস শ্রমিক নেতা বাবুল কারাগারে

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শ্রমিক আন্দোলনে গাড়ি পোড়ানো মামলায় তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গাড়ি পোড়ানো মামলায় শ্রমিক নেতা বাবুল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বাসন থানার একটি মামলায় বাবুল হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটকের পর বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কিছুদিন আগে মোগরখাল এলাকায় কলম্বিয়া পোশাক কারখানার সামনে শ্রমিকরা একটি গাড়ি পোড়ায়। ওই গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাবুল হোসেনের পরিবার ও সংগঠন দাবি করে, গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন গাজীপুরের কোনাবাড়ীতে নিহত শ্রমিক পরিবার এবং গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করতে তিনি গাজীপুর আসেন। সর্বশেষ ফোন আলাপে (রাত সাড়ে ৭টায়) তিনি বাসে উঠেছেন বলে জানিয়েছেন। এরপর থেকে তার সঙ্গে কারও যোগাযোগ হয়নি। আজ বুধবার তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আখতার বলেন, ‘বাবুল হোসেনকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু যে সময় গাড়িটি পোড়ানো হয় বলে উল্লেখ করা হয়, ওই সময় তিনি গাজিপুরেই ছিলেন না। আমাদের ন্যায্য দাবির পক্ষের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।’